
ছবি সংগৃহীত
শ্রীলঙ্কায় এক মাসেরও বেশি সময় ধরে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ দল। নানা নাটকীয়তা ও উত্থান-পতনের মধ্য দিয়ে এগিয়েছে সফরটি—শান্তর নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত, গল টেস্ট ড্র, কলম্বো টেস্টে ইনিংস ব্যবধানে হার এবং ওয়ানডে সিরিজে নাটকীয় হার-জয় সবই ছিল আলোচনায়। দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে সমতা ফেরালেও শেষ ম্যাচে ব্যর্থতায় সিরিজ হাতছাড়া করে লিটনরা। তবে আজ কলম্বোতে শেষ টি২০ জিতে সিরিজ নিজেদের করে নেওয়ার সুযোগ বাংলাদেশের সামনে।
সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, দল আত্মবিশ্বাস ফিরে পেয়েছে এবং “অলআউট ক্রিকেট” খেলে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে।
প্রেমাদাসা স্টেডিয়ামে ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ প্রথম দ্বিপক্ষীয় টি২০ জয় পেয়েছিল। সেই ম্যাচে বিদায় নিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। সেই স্মৃতি এখনো প্রেরণা হতে পারে, তবে কোচ সালাউদ্দিন বলছেন—"জয় নির্ভর করে নির্দিষ্ট দিনে ভালো খেলার ওপর, অতীত রেকর্ড নয়।"
বাঁহাতি স্পিনার নাসুমকে একাদশে অন্তর্ভুক্তির চিন্তা থাকলেও রিশাদ হোসেনের পারফরম্যান্সের কারণে তাকে বাদ দেওয়ার সম্ভাবনা কম। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের খেলা অনেকটাই নিশ্চিত, ফলে গত ম্যাচের একাদশই অপরিবর্তিত থাকতে পারে। মিডলঅর্ডার ফর্মে ফিরলে জয় সহজ হতে পারে।
শেষ ম্যাচে জয় পেলে সিরিজও যাবে বাংলাদেশের ঘরে—২-১ ব্যবধানে। সমর্থকদের হতাশার ক্ষতও কিছুটা হলেও সারবে সেই জয়।