বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, শ্রাবণ ১৬ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

রিয়াদের বাসা থেকে সোয়া ২ কোটি টাকার চেক উদ্ধার: পুলিশ

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৭:০১, ৩০ জুলাই ২০২৫

রিয়াদের বাসা থেকে সোয়া ২ কোটি টাকার চেক উদ্ধার: পুলিশ

ছবি সংগৃহীত

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের সাবেক জ্যেষ্ঠ সংগঠক ও কেন্দ্রীয় ক্রীড়া সেলের সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, রিয়াদের নাখালপাড়ার বাসায় সোমবার রাতে অভিযানে চারটি চেকসহ প্রায় ২০ লাখ টাকার এফডিআর নথিও উদ্ধার করা হয়।

চাঁদাবাজির ঘটনায় সম্প্রতি পাঁচ যুবক একটি বাসায় গিয়ে নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের পরিবারের কাছে ৫০ লাখ টাকা দাবি করেন। এর আগে ১০ লাখ টাকা আদায় করার পর ফের স্বর্ণালংকার নিতে গেলে পুলিশের সহায়তায় তাদের আটক করা হয়।

এ ঘটনায় শাম্মীর স্বামী গুলশান থানায় মামলা করেন। মামলায় ছয়জনকে আসামি করা হয় এবং শুনানি শেষে আদালত তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়