মঙ্গলবার ০৯ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৪ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সিদ্ধিরগঞ্জে ৪ মাসে ৯ খুন, আতঙ্কে স্থানীয়রা

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১২:২২, ৩১ জুলাই ২০২৫

সিদ্ধিরগঞ্জে ৪ মাসে ৯ খুন, আতঙ্কে স্থানীয়রা

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গত মাসে ৯টি খুন ১৪টি মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চুরি, ছিনতাই, মাদক ব্যবসা কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে এলাকাবাসী নিরাপত্তাহীনতায় ভুগছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের এপ্রিল মিজমিজিতে ট্রিপল হত্যা, মে গোদনাইলে কিশোর ইয়াছিন (১৫) ছুরিকাঘাতে খুন, ২৩ মে কদমতলীতে পাভেল (১৬) নিহত, ১৪ জুন পাইনাদিতে বাড়িভাড়া নিয়ে বিরোধে আবুল বাশার খুন হন। ১৫ জুন হীরাঝিল এলাকায় ১০ লাখ টাকা ছিনতাই হয়। ১৬ জুলাই পিটিয়ে হত্যা করা হয় মিনু বেগমকে (৫৫) ১৮ জুলাই নিমাইকাশারীতে মাসুকুল ইসলাম জনি (৩০) খুন হন এবং ২৫ জুলাই মিজমিজিতে স্বামী বিল্লাল হোসেন পিটিয়ে হত্যা করেন স্ত্রী ইতি আক্তারকে (২৫) এছাড়া বিভিন্ন স্থান থেকে আরও ১৪ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এলাকাবাসীর অভিযোগ, সন্ধ্যার পর কিশোর গ্যাংয়ের আড্ডা, মাদকের অবাধ বিক্রি এবং ছিনতাইয়ের কারণে রাস্তায় চলাফেরা করা দুঃসাধ্য হয়ে উঠেছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, “কিছু ঘটনা অপমৃত্যু হলেও বেশিরভাগ খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। ছিনতাই কিশোর গ্যাং দমনে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে।

স্থানীয়রা আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়