
ছবি সংগৃহীত
জনসংখ্যা বৃদ্ধির কারণে গাজীপুর জেলার সংসদীয় আসন ৫টি থেকে বাড়িয়ে ৬টি করা হয়েছে। ৩০ জুলাই নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এ তথ্য জানান। আগামী কয়েক দিনের মধ্যে গেজেট প্রকাশ করা হবে।
নতুন নির্ধারিত গাজীপুর-৬ আসনে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার ৪৩-৫৭ নং ওয়ার্ড, পূবাইল থানার ৩৯-৪২ নং ওয়ার্ড এবং গাছা থানার ৩৪-৩৮ নং ওয়ার্ড অন্তর্ভুক্ত হয়েছে। পূর্বে এসব ওয়ার্ড গাজীপুর-২ ও গাজীপুর-৫ আসনের অন্তর্গত ছিল।
গাজীপুর-৫ আসনে কালীগঞ্জ উপজেলা এলাকাই থাকছে, তবে পূবাইল থানা বাদ পড়েছে। গাজীপুর-২ তে এখন ১৩-৩৩ নং ওয়ার্ড ও বাড়িয়া ইউনিয়ন যুক্ত হয়েছে।
নতুন আসন বিন্যাস:
গাজীপুর-১: কালিয়াকৈর পৌরসভা ও গাজীপুর সিটির ১-১২ নং ওয়ার্ড
গাজীপুর-২: সিটির ১৩-৩৩ নং ওয়ার্ড ও বাড়িয়া ইউনিয়ন
গাজীপুর-৩: শ্রীপুর উপজেলা, সেনানিবাস ও সদর উপজেলার ৩ ইউনিয়ন
গাজীপুর-৪: আগের মতো কাপাসিয়া উপজেলা
গাজীপুর-৫: কালীগঞ্জ উপজেলা
গাজীপুর-৬: টঙ্গী পূর্ব-পশ্চিম, পূবাইল থানার আংশিক ও গাছা থানার আংশিক এলাকা
বিভিন্ন রাজনৈতিক দল আসন পুনর্বিন্যাসকে ইতিবাচকভাবে দেখছে। সংশ্লিষ্ট নেতারা জনসংখ্যা ভিত্তিক এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।