শনিবার ০২ আগস্ট ২০২৫, শ্রাবণ ১৭ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

গাজীপুরে সংসদীয় আসন বেড়ে ৬

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১২:১০, ৩১ জুলাই ২০২৫

গাজীপুরে সংসদীয় আসন বেড়ে ৬

ছবি সংগৃহীত

জনসংখ্যা বৃদ্ধির কারণে গাজীপুর জেলার সংসদীয় আসন ৫টি থেকে বাড়িয়ে ৬টি করা হয়েছে। ৩০ জুলাই নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার তথ্য জানান। আগামী কয়েক দিনের মধ্যে গেজেট প্রকাশ করা হবে।

নতুন নির্ধারিত গাজীপুর- আসনে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী পূর্ব পশ্চিম থানার ৪৩-৫৭ নং ওয়ার্ড, পূবাইল থানার ৩৯-৪২ নং ওয়ার্ড এবং গাছা থানার ৩৪-৩৮ নং ওয়ার্ড অন্তর্ভুক্ত হয়েছে। পূর্বে এসব ওয়ার্ড গাজীপুর- গাজীপুর- আসনের অন্তর্গত ছিল।

গাজীপুর- আসনে কালীগঞ্জ উপজেলা এলাকাই থাকছে, তবে পূবাইল থানা বাদ পড়েছে। গাজীপুর- তে এখন ১৩-৩৩ নং ওয়ার্ড বাড়িয়া ইউনিয়ন যুক্ত হয়েছে।

নতুন আসন বিন্যাস:

গাজীপুর-: কালিয়াকৈর পৌরসভা গাজীপুর সিটির -১২ নং ওয়ার্ড

গাজীপুর-: সিটির ১৩-৩৩ নং ওয়ার্ড বাড়িয়া ইউনিয়ন

গাজীপুর-: শ্রীপুর উপজেলা, সেনানিবাস সদর উপজেলার ইউনিয়ন

গাজীপুর-: আগের মতো কাপাসিয়া উপজেলা

গাজীপুর-: কালীগঞ্জ উপজেলা

গাজীপুর-: টঙ্গী পূর্ব-পশ্চিম, পূবাইল থানার আংশিক গাছা থানার আংশিক এলাকা

বিভিন্ন রাজনৈতিক দল আসন পুনর্বিন্যাসকে ইতিবাচকভাবে দেখছে। সংশ্লিষ্ট নেতারা জনসংখ্যা ভিত্তিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়