শনিবার ০২ আগস্ট ২০২৫, শ্রাবণ ১৭ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩য় ইউনিট

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১৪:০১, ৩১ জুলাই ২০২৫

উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩য় ইউনিট

ছবি সংগৃহীত

বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩য় ইউনিট ফের উৎপাদনে ফিরেছে। বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে ১৫০ থেকে ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ।

কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানান, যান্ত্রিক ত্রুটির কারণে ২১ জুলাই ভোরে ৩য় ইউনিট এবং দুপুরে ১ম ইউনিট উৎপাদন বন্ধ হয়ে যায়। তবে ২২ জুলাই রাতে ১ম ইউনিট (১২৫ মেগাওয়াট) পুনরায় চালু করা হয়।

৩য় ইউনিট চালু হওয়ায় উত্তরাঞ্চলে লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। কয়লা সংকট যান্ত্রিক ত্রুটির কারণে প্রায়ই কেন্দ্রটির উৎপাদনে বিঘ্ন ঘটে থাকে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়