
ছবি সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আওয়ামী লীগের সাবেক নেতা মোবারক হোসেনকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বাতিল করা হয়।
২০১৪ সালের ২৪ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মোবারককে মৃত্যুদণ্ড দেন। পাঁচটি অভিযোগের মধ্যে দুটি প্রমাণিত হয়—টান মান্দাইল গ্রামে ৩৩ জনকে গুলি করে হত্যা (যা জন্য মৃত্যুদণ্ড) এবং মুক্তিযোদ্ধাদের সহযোগী আব্দুল খালেককে অপহরণ করে হত্যা (যার জন্য যাবজ্জীবন কারাদণ্ড)। বাকি তিন অভিযোগে তাকে খালাস দেওয়া হয়।
মোবারক হোসেন পরে আপিল করলে চলতি বছরের ৮ জুলাই শুনানি শেষ হয়। ট্রাইব্যুনালের রায়ে বলা হয়েছিল, মুক্তিযুদ্ধের সময় তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।