বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, শ্রাবণ ১৬ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক ৭ দিনের রিমান্ডে

আদালত ডেস্ক

প্রকাশিত: ১৬:৪১, ৩০ জুলাই ২০২৫

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক ৭ দিনের রিমান্ডে

ছবি সংগৃহীত

দুর্নীতি, বেআইনি রায় প্রদান জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি বি এম খায়রুল হকের দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

৩০ জুলাই ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ আদেশ দেন। শাহবাগ থানার মামলায় তাকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন, পরে শুনানি শেষে বিচারক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডি থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর যাত্রাবাড়ীতে কিশোর আব্দুল কাইয়ূম আহাদ হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

গত বছর ২৭ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী মুহা. মুজাহিদুল ইসলাম শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, ২০১১ সালের ১০ মে সংক্ষিপ্ত আদেশ পরিবর্তন করে বেআইনিভাবে ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর আপিল মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন খায়রুল হক।

এতে বলা হয়, তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছা অনুযায়ী এবং পরবর্তীতে ভালো পদায়নের আশায় এমন কাজ করেন। মামলাটি দণ্ডবিধির ২১৯ ৪৬৬ ধারায় দায়ের হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়