
ছবি সংগৃহীত
রাশিয়ার পূর্ব উপকূলে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর জাপানের হোক্কাইডোর হানাসাকি বন্দরে সুনামির প্রথম ঢেউ আঘাত হেনেছে। প্রায় ৩০ সেন্টিমিটার উচ্চতার জলোচ্ছ্বাস রেকর্ড করা হয়েছে।
জাপানের জাতীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, পরবর্তী ঢেউগুলো আরও শক্তিশালী হতে পারে এবং অন্যান্য উপকূলীয় এলাকাগুলোর জন্যও সুনামি সতর্কতা জারি রয়েছে।
আলজাজিরা জানিয়েছে, ঢেউয়ের উচ্চতা ৩ মিটার পর্যন্ত হতে পারে এবং তা ধীরে ধীরে দক্ষিণের দিকে ছড়িয়ে পড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ৫০ সেন্টিমিটার উচ্চতার ঢেউও প্রায় ২০০ কেজি পর্যন্ত শক্তি তৈরি করতে পারে, যা প্রাণঘাতী হতে পারে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানায়, স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে রাশিয়ার কামচ্যাটকা উপদ্বীপে এ ভূমিকম্প অনুভূত হয়। শুরুতে ৮ মাত্রা বলা হলেও পরে তা সংশোধন করে ৮.৮ মাত্রা নির্ধারণ করা হয়। এখনো হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
জাপানের আবহাওয়া সংস্থা সতর্ক করে বলেছে, পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে পারে, তাই উপকূলবর্তী এলাকাগুলোকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।