সোমবার ১৪ জুলাই ২০২৫, আষাঢ় ২৯ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

হরমুজ প্রণালীতে ইরানের জিপিএস জ্যামিং: পথ হারিয়েছে ৯৭০ জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৬, ২৩ জুন ২০২৫

হরমুজ প্রণালীতে ইরানের জিপিএস জ্যামিং: পথ হারিয়েছে ৯৭০ জাহাজ

ছবি সংগৃহীত

হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে। ইরান সম্প্রতি প্রণালীতে ব্যাপক মাত্রায় জিপিএস জ্যামিং শুরু করেছে, যার ফলে প্রায় ৯৭০টি বাণিজ্যিক সামরিক জাহাজ পথ হারিয়েছে বলে আন্তর্জাতিক শিপিং নজরদারি সংস্থাগুলোর বরাতে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, এটি ইরানের একটিস্মার্ট ওয়ারফেয়ারকৌশল। সরাসরি হামলার আগে সাইবার ন্যাভিগেশন ব্যবস্থা অচল করে দিয়ে প্রতিপক্ষকে ঘোলাটে জলে ফেলতে চাইছে তেহরান। পদক্ষেপ মূলত একটি কৌশলগতসিগন্যালযে, হরমুজ প্রণালী বন্ধ না করেও ইরান এর নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে নিজেদের হাতে রেখেছে।

হরমুজ প্রণালী হয়ে দৈনিক প্রায় ২০ মিলিয়ন ব্যারেল তেল পরিবাহিত হয়যা বিশ্ব সরবরাহের এক-পঞ্চমাংশ। প্রণালীতে ইরানের নৌবাহিনী এবং বিপ্লবী গার্ডদের অবস্থানও শক্তিশালী। ফলে যে কোনো মুহূর্তে এটি রূপ নিতে পারে সরাসরি সামরিক সংঘাতে।

বিশ্বের বৃহৎ শক্তিগুলোর চোখ এখন হরমুজ প্রণালীর দিকেই। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে এখান থেকেই।

সূত্র: পার্সটুডে, আল মায়াদিন, আন্তর্জাতিক শিপিং ইন্টেলিজেন্স রিপোর্ট।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়