ছবি সংগৃহীত
বৈশ্বিক উষ্ণায়নে কারণে সারাবিশ্বেই আবহাওয়া পরিস্থিতি বিরূপ আকার ধারণ করছে। ৭৫ বছরের মধ্যে চীনে শক্তিশালী টাইফুন আঘাত হেনেছে।
স্থানীয় সময় সোমবার (১৬ সেপ্টেম্বর) চীনের বাণিজ্যিক অঞ্চল সাংহাইতে আছড়ে পড়ে টাইফুন বেবিনকা।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ঘণ্টায় ১৫১ কিলোমিটার গতিতে ঝড়টি আঘাত হানে। রবিবার রাত থেকেই সাংহাইয়ের বেশ কয়েকটি বিমানবন্দরের ফ্লাইট চলাচল বাতিল করা হয়। বন্ধ রাখা হয়েছে শহরে বেশ কিছু রেলওয়ে সেবাও।
এর আগে ১৯৪৯ সালে টাইফুন ‘গ্লোরিয়া‘ এমন তীব্র শক্তি নিয়ে আঘাত হেনেছিল। এর আগে গত সপ্তাহে চীনের হাইনান প্রদেশে ক্যাটাগরি ৪ মাত্রার সুপার টাইফু ইয়াগি আঘাত হানে। এর আগে ইয়াগি ফিলিপিন্সে তান্ডব চালায়। চীন থেকে ঝড়টি ভিয়েতনাম ও মিয়ানমারের আঘাত হানে। এদিকে, টানা ভারী বৃষ্টিতে জার্মানি, অস্ট্রিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও রোমানিয়ায় বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে।