সোমবার ১৪ অক্টোবর ২০২৪, আশ্বিন ২৯ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ধর্ষণকাণ্ডে ভারতজুড়ে চলছে চিকিৎসক ধর্মঘট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৩, ১৭ আগস্ট ২০২৪

ধর্ষণকাণ্ডে ভারতজুড়ে চলছে চিকিৎসক ধর্মঘট

ছবি সংগৃহীত

কলকাতায় একটি হাসপাতালের এক ইন্টার্ন ডাক্তারকে সংঘবদ্ধ ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার প্রতিবাদে দেশব্যাপী ২৪ ঘণ্টার ধর্মঘট শুরু করেছেন ভারতের চিকিৎসকরা। শনিবার (১৭ আগস্ট) সকাল থেকেই ভারতজুড়ে হাসপাতাল ক্লিনিকগুলো শুধু জরুরিসেবা ছাড়া সব ধরনের চিকিৎসা পরিষেবা বন্ধ রেখেছে।

আগস্ট কলকাতার একটি সরকারি হাসপাতালে ৩১ বছর বয়সী এক ডাক্তারকে ধর্ষণের পর হত্যা করে তার রক্তাক্ত দেহ ফেলে রাখা হয়। ঘটনার প্রতিবাদের দেশটির একাধিক শহরে বিক্ষোভ চলছে। নৃশংস ওই হত্যাকাণ্ডের শিকার ডাক্তারকে প্রশিক্ষণ হাসপাতালের সেমিনার হলে মৃত অবস্থায় পাওয়া যায়। একটি দীর্ঘ শিফটে দায়িত্ব পালনের সময় একটু বিশ্রামের জন্য সেখানে গিয়েছিলেন ভুক্তভোগী।

ময়নাতদন্ত রিপোর্টে যৌন নিপীড়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আদালতে একটি আবেদনে ভুক্তভোগীর বাবা-মা বলেছেন, তাদের মেয়েকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে বলে সন্দেহ করছেন তারা।

এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ওই ব্যক্তি তখন হাসপাতালে দায়িত্বপালন করছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়