ছবি: ইন্টারনেট
থাইল্যান্ডে বাসের সঙ্গে একটি যাত্রীবাহী ডাবল ডেকার বাসের ধাক্কায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার ভোর রাতে এই সড়ক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ৩২ জন।
থাই পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ব্যাংকক থেকে দক্ষিণে সোংখলা প্রদেশে যাওয়ার সময় প্রচুয়াপ খিরি খান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুর্ঘটনার সময় বাসে ৪৯ জন যাত্রী ছিল। বাসটি রাস্তা থেকে ছিটকে গিয়ে স্থানীয় হাট ওয়ানাকর্ন ন্যাশনাল পার্কের কাছে একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়।
দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। তবে পুলিশ ধারণা করছে চালক ঘুমের ঘোরে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তবে এ দুর্ঘটনায় কাকতলীয়ভাবে চালক বেঁচে গেছেন।
৩৫ জন আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সাওয়াং রুংরুয়েং রেসকিউ ফাউন্ডেশন। নিহতরা সবাই থাই নাগরিক কি না সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।