শনিবার ২৭ জুলাই ২০২৪, শ্রাবণ ১২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ব্রাজিলে বিমান দুর্ঘটনা, আরোহীদের কেউ বেঁচে নেই

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৬, ১৭ সেপ্টেম্বর ২০২৩

ব্রাজিলে বিমান দুর্ঘটনা, আরোহীদের কেউ বেঁচে নেই

ছবি সংগৃহীত

ব্রাজিলের আমাজনের উত্তরাঞ্চলীয় শহর বার্সেলসে একটি বিমান বিধ্বস্ত হয়েছে, এতে ১৪ জন নিহত হয়েছে। ওই অঞ্চলটি মূলত একটি জনপ্রিয় পর্যটন স্পট। আমাজন রাজ্য সরকার তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভি

গর্ভনর উইলসন লিমা এক্স পোস্টে (সাবেক টুইটার) বলেন, নিহতদের মধ্যে ১২ জন যাত্রী এবং দুইজন ক্রু।

ব্রাজিলের স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, বিমান দুর্ঘটনায় কেউ বেঁচে নেই। তবে ব্যাপারে সরকারের তরফ থেকে বিস্তারিত কিছু বলা হয়নি।

নিউজ সাইট জি- জানিয়েছে, বিমানটি ছিল ১৮ যাত্রী বিশিষ্ট ইএমবি-১১০, দুই ইঞ্জিনের বিমানটি নির্মাণ করেছিল ব্রাজিলের এয়ার মেকার এমব্রেয়ার।

বিমানটি ৯০ মিনিটের যাত্রার জন্য উড্ডয়ন করেছিল। এটি রাজধানী মানাউস থেকে বার্সেলসে যাচ্ছিল। বিমানটি যে এলাকায় বিধ্বস্ত হয়েছে সেখানে আমাজন নদী দ্বারা বেস্টিত এবং একটি জাতীয় উদ্যানও রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়