শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

এরদোগান-গুতেরেসের ইউক্রেন সফর

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৪:১৪, ১৭ আগস্ট ২০২২

এরদোগান-গুতেরেসের ইউক্রেন সফর

ছবি সংগৃহীত

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বৃহস্পতিবার ইউক্রেন সফরে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে। 

বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।বিষয়টি নিশ্চিত করেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিচ।

মঙ্গলবার জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক জানান বৃহস্পতিবার গুতেরেস ও এরদোগান পশ্চিম ইউক্রেনের লভিভে জেলেনস্কির সাথে ত্রিপিক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে রাশিয়ার সাথে বিরোধের রাজনৈতিক সমাধানের পাশাপাশি জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

এছাড়া শুক্রবার কৃষ্ণ সাগর তীরবর্তী বন্দর নগরী ওডেসা সফর করবেন তারা। জাতিসংঘের মধ্যস্ততায় স্বাক্ষরিত একটি চুক্তির অধীনে সম্প্রতি এই বন্দর দিয়ে শস্য রপ্তানি আবারো শুরু হয়েছে।

ইউক্রেন সফরের পর আগামী শনিবার গুতেরেস ইস্তাম্বুলের যৌথ সমন্বয় কেন্দ্র পরিদর্শন করবেন। এই সমন্বয় কেন্দ্রটি রাশিয়ান, ইউক্রেনীয়, তুর্কি ও জাতিসংঘের কর্মকর্তাদের নিয়ে গঠিত এবং তারা ইউক্রেনের শস্য ও সারের রপ্তানির তদারকি করছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়