বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪, আশ্বিন ৩ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে নতুন যে সিদ্ধান্ত

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৫:৪১, ২৭ জুলাই ২০২৪

মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে নতুন যে সিদ্ধান্ত

ছবি: ইন্টারনেট

মোবাইলে ফোরজি নেটওয়ার্ক চালুর জন্য রবিবার (২৮ জুলাই) মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শনিবার (২৭ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ডাকভবনে সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন উপলক্ষে সারাদেশে এক লাখ গাছের চারা রোপণেশান্তির জন্য বৃক্ষ ট্রি ফর পিসঅনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, রবিবার সকাল ৯টায় আমরা বৈঠক করব। বৈঠকে ফোরজি নেটওয়ার্ক চালুর বিষয়ে আলোচনা হবে। এরপর সোম বা মঙ্গলবার মোবাইল ইন্টারনেট সেবা চালু হতে পারে।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশজুড়ে সহিংসতার মধ্যে টানা পাঁচ দিন সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ থাকার পর মঙ্গলবার (২৩ জুলাই) রাত সাড়ে ৮টার পর সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়