সোমবার ০৭ অক্টোবর ২০২৪, আশ্বিন ২২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

কলড্রপ ইস্যুতে গ্রামীণফোনকে শোকজ

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৬:৪২, ৪ জুলাই ২০২৪

কলড্রপ ইস্যুতে গ্রামীণফোনকে শোকজ

ছবি: ইন্টারনেট

কলড্রপ ইস্যুতে বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) মোবাইল অপারেটর গ্রামীণফোনকে শোকজ করেছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার ( জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে এআইভিত্তিক জিপিটি প্লাটফর্মজিব্রেইনবা গভর্নমেন্ট ব্রেইনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, কলড্রপ ইস্যুতে কঠোর অবস্থানে রয়েছে বিটিআরসি। এজন্য সারা দেশে গোপন মনিটরিং শুরু হয়েছে। ত্রুটি পাওয়া গেলেই বড় অঙ্কের জরিমানা গুণতে হবে টেলিকম অপারেটরগুলোকে।

তিনি জানান, পর্যাপ্ত তরঙ্গ থাকার পরও কেন কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না, তা জানাতে শীর্ষ অপারেটর গ্রামীণফোনকে শোকজ করা হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে, জিপিকে ৩০০ কোটি টাকা পর্যন্ত জরিমানা করতে পারে বিটিআরসি। এছাড়া চুলচেরা বিশ্লেষণ চলছে অন্য অপারেটরদের সেবা নেটওয়ার্ক নিয়ে।

প্রতিমন্ত্রী আরও জানান, টেলিটক, বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল), টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) ডাক বিভাগকে লোকসানের কারণ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে ২১ জুন পর্যন্ত সময় দেয়া হয়েছে

ডাক বিভাগের কর্মীদের ৫৫ কোটি টাকার প্রতারণার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদককে চিঠি দেওয়া হয়েছে। ছাড়া তদন্তের পর তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে, চাকরিচ্যুত করা হবে। প্রয়োজনে ফৌজদারি আইনে মামলা করা হবে।

উল্লেখ্য, ৩০ জুন বিটিআরসিতে এক সভায় জানানো হয়, জুলাই থেকে কলড্রপ ইস্যুতে মোবাইল অপারেটরগুলোর বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া হবে। এরপর সর্বপ্রথম গ্রামীণ ফোনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলো।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়