সোমবার ২৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৬ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

শাওমি’র প্রথম বৈদ্যুতিক গাড়ির মডেল উন্মোচন

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ০৯:২৭, ৩০ মার্চ ২০২৪

শাওমি’র প্রথম বৈদ্যুতিক গাড়ির মডেল উন্মোচন

ছবি: ইন্টারনেট

চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ি (ইভি) বাজারে এনেছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় এই গাড়ি উন্মোচন করা হয়। আর অবিশ্বাস্যভাবে, উন্মোচনের মাত্র ২৭ মিনিটের মধ্যে কোম্পানিটি ৫০ হাজারের বেশি গাড়ির অর্ডার পেয়েছে বলে জানিয়েছে বিবিসি।

উদ্বোধনী অনুষ্ঠানে শাওমির প্রধান নির্বাহী লেই জুন বলেন, গাড়িটির স্ট্যান্ডার্ডসু৭মডেলের দাম লাখ ১৫ হাজার ৯০০ ইউয়ান বা ২৯ হাজার ৮৭২ ডলার। আর ম্যাক্স সংস্করণের দাম ঠিক করা হয়েছে লাখ ৯৯ হাজার ৯৯০ ইউয়ান।

কোম্পানিটি আরও জানিয়েছে, উন্মোচনের মাত্র ২৭ মিনিটের মধ্যে তারা ৫০ হাজারের বেশি গাড়ির অর্ডার পেয়েছে।

শাওমি দাবি করছে, নতুন গাড়িতে সুপার ইলেকট্রিক মোটর প্রযুক্তি রয়েছে, যেটি টেসলা অন্যান্য প্রতিষ্ঠানের বৈদ্যুতিক গাড়ির চেয়ে বেশি গতি দিতে পারবে। এছাড়া শাওমির মোবাইল ব্যবহারকারীরাও এই গাড়িতে বিশেষ সুবিধা পাবেন। আরও এমন কিছু প্রযুক্তি যুক্ত থাকবে; যা চীনে আগে কখনো দেখা যায়নি। সূত্র: বিবিসি

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়