শনিবার ২৭ জুলাই ২০২৪, শ্রাবণ ১২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

কনটেন্ট নির্মাতাদের জন্য আয়ের সুযোগ করছে টুইটার

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৪:৪০, ১৬ জুলাই ২০২৩

কনটেন্ট নির্মাতাদের জন্য আয়ের সুযোগ করছে টুইটার

ছবি: ইন্টারনেট

কনটেন্ট নির্মাতাদের জন্য আয়ের সুযোগ করছে টুইটারকনটেন্ট নির্মাতাদের জন্য আয়ের সুযোগ চালু করতে যাচ্ছে টুইটার। টুইটার ব্যবহারকারীদের যেসব কনটেন্টে বিজ্ঞাপন দেখানো হবে, সেগুলো থেকে আয়ের নির্দিষ্ট অংশ দেওয়া হবে।

সপ্তাহেই রেভিনিউ শেয়ারিং প্রোগ্রাম চালু করা হবে বলে জানিয়েছে খুদে ব্লগ লেখার সাইটটি।

জানা যায়, টুইটারের এই রেভিনিউ শেয়ারিং প্রোগ্রামের আওতায় সর্বোচ্চ ৪০ হাজার ডলার পর্যন্ত আয় করা যাবে। তবে ফলোয়ার বা অনুসারীর সংখ্যা বেশি থাকলেই কেবল বিজ্ঞাপনী আয়ের অংশ পাওয়া যাবে। প্রাথমিকভাবে অর্থের বিনিময়ে টুইটারের নীল বা ব্লু টিক ব্যবহারকারীরা সুযোগ পাবেন।

গত সপ্তাহে মেটার থ্রেডস অ্যাপ উন্মুক্তের পর বেশ চাপে পড়েছে টুইটার। টুইটারের আদলে তৈরি অ্যাপটিতে এক সপ্তাহের মধ্যেই ১০ কোটির বেশি ব্যবহারকারী যুক্ত হয়েছেন। ঠিক এমন সময়ে কনটেন্ট নির্মাতাদের সঙ্গে বিজ্ঞাপনের আয় ভাগ করার সুযোগ চালু করতে যাচ্ছে টুইটার।

উল্লেখ্য, কম্পিউটার ব্যবহারকারীরা মাসে আট ডলারের বিনিময়ে ব্লু টিক সুবিধা ব্যবহার করতে পারলেও আইফোন অ্যান্ড্রয়েড ফোনে ব্লু টিক যুক্ত করতে খরচ হয় ১১ ডলার। তবে সব দেশে এখনো ব্লু টিক ব্যবহারের সুযোগ চালু হয়নি।

সূত্র: দ্য ভার্জ

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়