বুধবার ২৪ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে ৪ মোবাইল ফোনে

আলো আভা ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৬, ২৬ এপ্রিল ২০২৩

একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে ৪ মোবাইল ফোনে

ছবি: ইন্টারনেট

সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটার কর্ণধার মার্ক জাকারবার্গ জানিয়েছেন, এখন থেকে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চারটি মোবাইল ফোনে ব্যবহার করা যাবে। মঙ্গলবার (২৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কথা জানান তিনি।

এক পোস্টে  জাকারবার্গ লিখেছেন, এখন থেকে চারটি মোবাইল ফোনে একইসঙ্গে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ ইন করা যাবে।

ইতোমধ্যে পোস্টটিতে রিয়্যাক্ট পড়েছে প্রায় সোয়া লাখ। কমেন্ট শেয়ার হয়েছে যথাক্রমে ৭৭ ৫৭ হাজার।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, এখন থেকে একটি নম্বর ব্যবহার করে একসঙ্গে চারটি মোবাইল ফোন থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। আগামী সপ্তাহের মধ্যে সব ব্যবহারকারীর জন্য পরিষেবাটি চালু করা হবে। 

এখন পর্যন্ত ব্যবহারকারীরা শুধু একটি ফোন এবং একাধিক ডেস্কটপ ডিভাইসে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ ইন করতে পারেন। নতুন পরিষেবার মাধ্যমে নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের তথ্য মূল ফোন ছাড়াও অন্য ফোনগুলোতেও একইসঙ্গে দেখেতে পাবেন তারা।

এতে একটি ডিভাইস বন্ধ থাকলেও অন্য ডিভাইসে হোয়াট্সঅ্যাপ ব্যবহার করা যাবে। মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে নির্বিঘ্নে বার্তা লেনদেন করা যায়। পাশাপাশি অডিও-ভিডিও কলের সুযোগ রয়েছে। ফলে বিশ্বের প্রায় ২৪৪ কোটি মানুষ এটি ব্যবহার করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়