শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৭ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

চালু হলো মাসে ৮ ডলারে টুইটারের ‘ব্লু টিক‘ সেবা

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১২:৪৭, ৯ নভেম্বর ২০২২

চালু হলো মাসে ৮ ডলারে টুইটারের ‘ব্লু টিক‘ সেবা

ছবি সংগৃহীত

কিছুদিন ধরে টুইটারে সরব ধনকুবের ইলন মাস্ক। একের পর এক কর্মকাণ্ডের মাধ্যমে খবরের আলোচনায় নিজেকে রাখছেন নিয়মিত। পূর্ব ঘোষণা অনুযায়ী এখন থেকে টুইটারেরব্লু টিকসেবা চালু হয়েছে তবে সবার জন্য উন্মুক্ত নয়। কারো টুইটার অ্যাকাউন্টে ব্লু টিক সেবা পেতে চাইলে মাসিক ডলার খরচ করতে হবে। তবে প্রথম অবস্থায় সেবা মাত্র পাঁচটি দেশের মানুষ ভোগ করতে পারবেন। খবর রয়টার্সের

টুইটার জানিয়েছে, প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কানাডায় বসবাসকারী আইফোন ব্যবহারকারী সুযোগ পাবেন। শিগগিরই অন্যান্য দেশে সুবিধা পাওয়া যাবে। তবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রে কবে সুবিধা চালু হবে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি সাইটটি।

ব্লু টিক গ্রাহকদের স্বচ্ছন্দে টুইটার ব্যবহারের সুযোগ দিতে বিজ্ঞাপন কম দেখানো হবে। শুধু তাই নয়, টুইটারের নতুন বিভিন্ন সুবিধা সবার আগে পরখ করার পাশাপাশি বড় আকারে ভিডিও পোস্ট করার সুযোগ পাবে।

এদিকে আট ডলারের বিনিময়ে ব্লু টিক ব্যবহারের বিষয়ে অনেক টুইটার ব্যবহারকারীই নিজেদের অসন্তুষ্টি প্রকাশ করেছেন। আর তাই অর্থের বিনিময়ে ব্লু টিক ব্যবহারের যৌক্তিকতা তুলে ধরতে সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্টে কার্টুনের মাধ্যমে বিশেষ ধরনের প্রচারণা চালিয়েছেন টুইটারের নতুন মালিক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়