শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

জাপান থেকে মোংলা বন্দরে এলো বিলাসবহুল ৯২৬ গাড়ি

আলো আভা ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৬, ২০ মে ২০২৩

জাপান থেকে মোংলা বন্দরে এলো বিলাসবহুল ৯২৬ গাড়ি

ছবি: ইন্টারনেট

জাপান থেকে বিলাসবহুল গাড়ির একটি চালান মোংলা বন্দরে এসে পৌঁছেছে। শনিবার (২০ মে) দুপুর ২টায় বন্দরের নম্বর জেটিতে ৯২৬টি গাড়ি নিয়ে নোঙ্গর করে মালয়েশিয়া পতাকাবাহীএমভি মালয়েশিয়া স্টারনামে জাহাজ। জাহাজ থেকে গাড়ির খালাস কাজও শুরু হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এই তথ্য জানায়।

বিদেশি জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টীম শিপের খুলনার ব্যবস্থাপক মো. ওহিদুজ্জামান বলেন, এই চালানে মোট ১৩৭৬টি গাড়ি আমদানি করা হয়েছে। সেখান থেকে গত ১৮ মে ৪৫০টি গাড়ি চট্রগ্রাম বন্দরে খালাস করা হয়। বাকি ৯২৬টি গাড়ি মোংলা বন্দরের মাধ্যমে খালাস হচ্ছে। জাপানের এই গাড়ি সিঙ্গাপুরের একটি বন্দর থেকে লোড হয়ে গত ১২ মে ছেড়ে আসে জাহাজটি।

তিনি বলেন, বন্দরে আসা এসব বিলাসবহুল গাড়ির মধ্যে রয়েছে-এক্সিও, প্রিমিও, এলিয়ন, অ্যাকুয়া, প্যারাডো মিনিবাসসহ একাধিক ব্রান্ডের গাড়ি। আগামী জুন মালয়েশিয়া স্টার জাহাজে করে আসবে আরও একটি গাড়ির চালান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়