বুধবার ২৪ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

অক্টোবরে রেমিটেন্স আরও কমেছে

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৭, ২ নভেম্বর ২০২২

অক্টোবরে রেমিটেন্স আরও কমেছে

ছবি সংগৃহীত

প্রবাসীদের পাঠানো আয়ে নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে। গত সেপ্টেম্বরের মতো অক্টোবরেও রেমিট্যান্স কমেছে। সদ্য সমাপ্ত মাসে প্রবাসী আয় এসেছে ১৫২ কোটি ডলার। এক বছরের ব্যবধানে যা কমেছে দশমিক শতাংশ।

মঙ্গলবার ( সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে এসব তথ্য পাওয়া গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ২০২১-২২ অর্থবছরের অক্টোবরে রেমিট্যান্স এসেছিল ১৬৪ কোটি ডলার। সেখানে ২০২২-২৩ অর্থবছরের অক্টোবরে এসেছে ১৫২ কোটি ডলার।

তবে চলতি অর্থবছরের জুলাই আগস্টে রেমিট্যান্স প্রবাহ ছিল ২০০ কোটি ডলারের ওপরে। জুলাইয়ে আসে ২১০ কোটি ডলার। আগের ১৪ মাসের মধ্যে যা ছিল সর্বোচ্চ। আর গত বছরের জুলাইয়ের চেয়ে ছিল ১২ শতাংশ বেশি। আগস্টে আসে ২০৪ কোটি ডলার।

২০২২-২৩ অর্থবছরের সেপ্টেম্বরে রেমিট্যান্স আসে ১৫৩ কোটি ডলার। ২০২১-২২ অর্থবছরের সেপ্টেম্বরের চেয়ে যা ১০ দশমিক ৮৪ শতাংশ কম। ২০২১ সালের সেপ্টেম্বরে আসে ১৭২ কোটি ৬৭ লাখ ডলার।

করোনা মহামারির মধ্যেও রেকর্ড রেমিট্যান্স ইতিবাচক ভূমিকা রাখে দেশের বৈদেশিক মুদ্রার মজুত বাড়াতে। কিন্তু এরপরের বছর খানিকটা কমে আসে। সবশেষ রাশিয়া ইউক্রেন সঙ্কট শুরুর পর দেশে ডলারের বাজার অস্থির হয়ে ওঠে। এতে নেতিবাচক প্রভাব পড়ছে প্রবাসী আয়ে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়