শুক্রবার ০৬ ডিসেম্বর ২০২৪, অগ্রাহায়ণ ২২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বগুড়ায় মহাশ্মশান থেকে লাশের মাথা চুরি

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩১, ৯ নভেম্বর ২০২৪

বগুড়ায় মহাশ্মশান থেকে লাশের মাথা চুরি

ছবিঃসংগৃহীত

বগুড়ার শেরপুর উপজেলায় মহাশ্মশান থেকে মৃত নারীর মরদেহের মাথা কেটে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় শেরপুর থানায় শুক্রবার (৮ নভেম্বর) রাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে মৃত নারীর ছেলে রঞ্জিত সরতার। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে পৌরশহরের উত্তর বাহিনীর মহাশ্মশানে এ ঘটনা ঘটে। মৃত নারী শহরের উত্তরসাহাপাড়া লক্ষীতলা এলাকার সুরেশ সরকারের স্ত্রী গোলাপী সরকার (৫৩)।

অভিযোগ সুত্রে জানা যায়, গত প্রায় ১৬ দিন আগে গোলাপী সরকার অসুস্থত হয়ে মারা গেলে তার লাশ মহাশ্মশানের সমাধিস্থলে দাফন করে। গত শুক্রবার সকালে শ্মশানের কেয়ারটেকার প্রমোদ সরকার গোলাপী সরকারের সমাধিস্থলের সুরঙ্গ দেখতে পায়। এবং সুরঙ্গ দিয়ে দেখে মরদেহের মাথা নেই। পরে পরিবারের লোকজনকে খবর দেয়। মুহুর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন মহল্লার নারী-পুরুষ সমাধীস্থল দেখতে ভিড় করে। মরদেহের মাথা কেটে নেয়ার ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করেন।

এ বিষয়ে সুরেশ সরকার বলেন, তার স্ত্রী শারীরিক অসুস্থতার কারণে মারা যায়। দুর্বৃত্তরা সমাধি খুঁড়ে লাশের মাথা কেটে নেয়ায় ক্ষোপ প্রকাশ করেন তিনি।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। এটা দু:খজনক ঘটনা। এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেস্টা চলছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়