ছবি সংগৃহীত
প্রিপেইড মিটার বাতিল করে পোস্টপেইড মিটার সংযোগ, অসংগতিপূর্ণ বিদ্যুৎ বিল, মিটার চার্জ ও অতিরিক্ত চার্জ থেকে রক্ষা পেতে সাত দিনের আলটিমেটাম দিয়েছেন ভুক্তভোগী গ্রাহকরা।
গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের শত শত বিদ্যুৎ গ্রাহক ডিপিডিসিকে এ আলটিমেটাম দেন।
তারা গণস্বাক্ষর সংবলিত একটি আবেদনপত্র নির্বাহী প্রকৌশলীর কাছে হস্তান্তর করেন। এ সময় গ্রাহকরা আগামী এক সপ্তাহের মধ্যে প্রিপেইড মিটারগুলো অপসারণ করে আগের মতো পোস্টপেইড মিটার স্থাপন করতে ডিপিডিসি নির্বাহী প্রকৌশলীকে আলটিমেটাম দেন। এ দাবি বাস্তবায়ন করা না হলে এলাকাবাসীকে নিয়ে সব মিটার ভেঙে ফেলার ঘোষণা দেন তারা।
সকালে নাসিকের সিদ্ধিরগঞ্জের তিন নম্বর ওয়ার্ডের ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষে জামায়াতে ইসলামী নেতা আব্দুল বাকী ও বিএনপি নেতা কাজী জহিরুল ইসলামের নেতৃত্বে ডিপিডিসি ডেমরা সার্কেলের অফিসের সামনে গ্রাহকরা জড়ো হয়ে হয়রানির প্রতিবাদে বিক্ষোভ করেন। পরে বিক্ষুব্ধ গ্রাহকরা নির্বাহী প্রকৌশলী রাকিবুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সমস্যাগুলো জানান।