সোমবার ২৮ অক্টোবর ২০২৪, কার্তিক ১৩ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৯, ১৯ জুন ২০২৪

সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি

ছবি: ইন্টারনেট

সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে দোয়ারাবাজার, ছাতক, জামালগঞ্জ, তাহিরপুর, শাল্লা, দিরাই, জগন্নাথপুর, ধর্মপাশা উপজেলার বিভিন্ন গ্রাম।

সুরমা নদীর পানি কমলেও বৃদ্ধি পেয়েছে হাওরের পানি। ফলে হাওর পাড়ের গ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কয়েকদিনের টানা বর্ষণ পাহাড়ি ঢলে জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সুরমা নদীর পানি বিপদসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সুনামগঞ্জে বৃষ্টিপাত কম হলেও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বাড়ছে। ভারতের চেরাপুঞ্জিতে অতিবৃষ্টির কারণে সুনামগঞ্জে পানিবন্দী কয়েক লাখ মানুষ। জেলার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ সহ বন্যা আশ্রয় কেন্দ্রগুলোতে খুলে দেওয়া হয়েছে বন্যার্ত মানুষদের জন্য। সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বাসাবাড়িতে পানি প্রবেশ করায় ব্যাপক ক্ষয়ক্ষতির শহরতলীর বেশ কয়েকটি এলাকা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়