শনিবার ০৪ মে ২০২৪, বৈশাখ ২১ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

তীব্র গরমে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত জবি প্রশাসনের, বন্ধ থাকবে পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৮, ২১ এপ্রিল ২০২৪

তীব্র গরমে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত জবি প্রশাসনের, বন্ধ থাকবে পরীক্ষা

ছবি: ইন্টারনেট

রাজধানীসহ সারাদেশে বইছে তাপপ্রবাহ। সূর্যের প্রখর তাপ তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে শিক্ষার্থীসহ সারা দেশের মানুষ। চলমান দাবদাহে গতকাল শনিবার শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান (প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় এবং সরকারি-বেসরকারি কলেজ, মাদরাসা, কারিগরি) দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে দেয়া হয়নি কোনো নির্দেশনা।

তবে, এমন অবস্থায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্লাস-পরীক্ষা চলবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত এসেছে আজ রোববার (২১ এপ্রিল) যেখানে আগামী বৃহস্পতিবার (২৫ এপ্রিল) পর্যন্ত অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সময়ের মধ্যে পূর্বনির্ধারিত সকল ধরনের পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত হয়েছে। এসব পরীক্ষার সময় পুননির্ধারণ করা হবে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর . মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়