
ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্রে আগামীকাল পর্দা উঠবে কোপা আমেরিকার ৪৮তম আসরের। ১৬টি দল মোট ৪ টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। শিরোপা ধরে রাখার মিশনে উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে লড়বে লিওনেল মেসির আর্জেন্টিনা।
ফিফা বিশ্বকাপ সাফল্যের পর থেকে দুর্দান্ত ফর্মে রয়েছে দলটি। ১৪টি ম্যাচের মধ্যে ১৩টি জিতেছে আর্জেন্টিনা। আসর শুরুর আগে প্রস্তুতিমূলক দু’টি প্রীতিম্যাচে ইকুয়েডর ও গুয়াতেমালাকে হারিয়েছে আলবিসেলেস্তেরা। র্যাংকিং, শক্তি ও পরিসংখ্যান কানাডার থেকে সব দিক দিয়ে এগিয়ে আছে আর্জেন্টিনা। তাই তাদের বিপক্ষে জয়ের বিকল্প কিছু ভাবছেন না লিওনেল স্কালোনির দল।
অন্যদিকে, আর্জেন্টিনা শক্তিশালী দল হলেও তাদের বিপক্ষে লড়াই করতে চায় কানাডা ফুটবল দল।
আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সকাল ছয়টায়।