সোমবার ০২ অক্টোবর ২০২৩, আশ্বিন ১৭ ১৪৩০

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

মেসির জাদুতে মায়ামির দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮:০৮, ৪ সেপ্টেম্বর ২০২৩

মেসির জাদুতে মায়ামির দুর্দান্ত জয়

ছবি সংগৃহীত

মেজর লিগ সকারের (এমএলএস) প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ লিওনেল মেসির ইন্টার মায়ামির। কিন্তু গত বৃহস্পতিবার (৩১ আগস্ট) ন্যাশভিলের সঙ্গে গোল শূন্য ড্র- পয়েন্ট ভাগাভাগি করতে হয় মায়ামিকে। তবে আজ দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে টাটা মার্টিনোর শিষ্যরা।

এমএলএসে নিজেদের ২৫তম ম্যাচে সোমবার ( সেপ্টেম্বর) আসরের বর্তমান চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলের মুখোমুখি হয় মায়ামি। ম্যাচটিতে - গোলের বড় জয় পায়দ্য হেরনসরা। তাও সেটিও আবার তাদের মাঠেই।

মায়ামির এই দুর্দান্ত জয়ে কোনো গোলের দেখা পাননি মেসি। তবে দুটি গোলে সরাসরি সহায়তা করেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক। শুরুতে ফাকুন্দো ফারিয়াসের (১৪ মিনিটে) গোলে এগিয়ে যাওয়ার পর মেসির সহায়তা থেকে পরে আরও দুবার জালে বল জড়ান জর্দি আলবা (৫১ মিনিটে) লিওনার্দো কাম্পানা (৮৩)

এই ম্যাচ শেষে ২৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে এমএলএসের পয়েন্ট টেবিলের ১৪ নম্বরেই থাকল ইন্টার মায়ামি। ২২ পয়েন্ট নিয়ে তাদের নিচে আছে কেবল টরোন্টো।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়