মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, আষাঢ় ১৭ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

আইসিসির পুরস্কার বুঝে পেলেন মিরাজ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩১, ২২ মে ২০২৩

আইসিসির পুরস্কার বুঝে পেলেন মিরাজ

ছবি: ইন্টারনেট

২০২২ সালটা দারুণ কাটিয়েছেন মেহেদি হাসান মিরাজ। ব্যাট হাতে ছুটিয়েছেন রানের ফোয়ারা। সেই সঙ্গে হাত ঘুরিয়ে শিকার করেছেন একের পর এক উইকেট। ২২ গজে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিও পেয়েছেন তিনি।

আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশে স্থান পেয়েছিলেন মিরাজ। সেই পুরস্কার হিসেবে ক্যাপটি বুঝে পেয়েছেন টাইগার অলরাউন্ডার।

সোমবার (২২ মে) সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে বিষয়টি নিশ্চিত করেছেন মিরাজ। ক্যাপ হাতে ছবি পোস্ট করে তিনি লেখেন, ২০২২ সালে আমার পারফরম্যান্সকে স্বীকৃতি দেয়ার জন্য আইসিসিকে ধন্যবাদ।

গত বছর ১৫টি আন্তর্জাতিক ওয়ানডে খেলেন মিরাজ। এতে বল হাতে ২৮.২০ গড়ে ২৪ উইকেট নেন তিনি। পাশাপাশি ব্যাটিংয়ে সংগ্রহ করেন ৩৩০ রান। ব্যাটিং গড় ছিল ৬৬।

২০২২ সালের শেষদিকে ঘরের মাঠে ভারতকে ওয়ানডে সিরিজে হারায় বাংলাদেশ। যার নেপথ্য নায়ক ছিলেন মিরাজ। এককথায় একাই সিরিজটি জেতান তিনি।

ওই সিরিজে এক সেঞ্চুরি এক ফিফটি হাঁকান ২৫ বছর বয়সী ডানহাতি ক্রিকেটার। সেই সুবাদে সিরিজসেরা নির্বাচিত হন তিনি। একই সঙ্গে ্যাংকিংয়ে বড় লাফ দেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়