
ছবি: ইন্টারনেট
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সর্বশেষ বিপিএল জয়ের এক মাস পর শিরোপা উদযাপনের উদ্যোগ নিয়েছে তারা। নিজ শহর কুমিল্লায় ছাদখোলা বাসে শিরোপা উদযাপন করবে তারা।
সোমবার (২০ মার্চ) বিকেলে কুমিল্লার লালমাই উপজেলায় ‘ভিক্টোরিয়ান্স মেলা’ করবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেই মেলায় দলের মালিক, হেড কোচ এবং অধিনায়কসহ অন্য তারকা ক্রিকেটাররা উপস্থিত থাকবেন। এক বিবৃতিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মিডিয়া ম্যানেজার খান নয়ন বিষয়টি নিশ্চিত করেন।
বিবৃতিতে বলা হয়, ‘বিপিএলের সবচেয়ে সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চারবারের শিরোপা জয় উপলক্ষ্যে ২০ মার্চ বিকেল ৪টায় ‘‘ভিক্টোরিয়ান্স মেলা’’ অনুষ্ঠিত হবে। এই আয়োজনে ভিক্টোরিয়ান্সের চেয়ারপার্সন নাফিসা কামাল, হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিন, অধিনায়ক ইমরুল কায়েসসহ দেশীয় অন্য খেলোয়াড়রা চারটি চ্যাম্পিয়ন শিরোপা নিয়ে ছাদ খোলা বাসের আয়োজনে অংশ নেবেন। পরবর্তীতে তারা মোটর শোভাযাত্রাসহ উপস্থিত হবেন জামতলী এলাকার অনুষ্ঠানস্থলে।’
বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ ৪ বার শিরোপা নিজেদের করে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলের সর্বশেষ আসরে যাত্রাটা সুখকর ছিল না ভিক্টোরিয়ান্সের। টানা তিন ম্যাচ পরাজয়ের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় তারা। ভিক্টোরিয়ান্স মেলায় ক্রিকেটাররা ছাড়াও অ্যাশেজ ব্যান্ড, সংগীত শিল্পী কণা, প্রিতম হাসানসহ একাধিক তারকা উপস্থিত থাকবেন।