বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তির সম্ভাবনা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৯, ৪ আগস্ট ২০২২

লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তির সম্ভাবনা

ছবি সংগৃহীত

দীর্ঘদিন ধরে অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভূক্তির আলোচনা চল আসছে। ২০২৮ লজ অ্যাঞ্জেলেস অলিম্পিকে অন্তর্ভূক্তির জন্য যে ৯টি খেলাকে আইওসি শর্টলিস্টে ঠাঁই দিয়েছে, এর মধ্যে ক্রিকেট অন্যতম।

ক্রিকেট ছাড়াও বেসবল, পতাকা ফুটবল, ব্রেক ডান্সিং, কারাতে, কিকবক্সিং, স্কোয়াশ, ল্যাক্রোস এবং মোটরস্পোর্ট নিয়ে পর্যালোচনা চলছে।

২০২৮ সালের অলিম্পিক গেমস মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে। এই অলিম্পিক আসরে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ২০২৩ সালে। আইসিসি এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রচেষ্টার কারণে ২০২২ সালের কমনওয়েলথ গেমসে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করানো হয়।

এবারের বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ক্রিকেট প্রত্যাবর্তনের পর অলিম্পিক গেমসেও ক্রিকেটের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা জোরদার হয়েছে।

১৯০০ সালে প্যারিসের প্রথমবারেরমত অলিম্পিকে অন্তর্ভূক্ত করা হয় ক্রিকেট। সেবার কেবল স্বাগতিক ফ্রান্স এবং ইংল্যান্ড পরস্পর মুখোমুখি হয়েছিল। এরপর আর কখনো অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভূক্ত করা হয়নি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়