শনিবার ২৭ জুলাই ২০২৪, শ্রাবণ ১২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ভারতের মতো প্রতিনিধিত্বমূলক নির্বাচন প্রত্যাশা মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৭, ১০ জুন ২০২৪

ভারতের মতো প্রতিনিধিত্বমূলক নির্বাচন প্রত্যাশা মির্জা ফখরুলের

ছবি: ইন্টারনেট

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, দেশকে নতজানু ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় সরকার। উন্নয়নের নামে দুর্নীতি-লুটপাট করছে ক্ষমতাসীনরা। ভারতে যেভাবে জনগণ প্রতিনিধি নির্বাচন করতে পারে, বাংলাদেশে তেমনটাই চায় বিএনপি।

বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সোমবার (১০ জুন) আলোচনা সভা করে, জাতীয়তাবাদী কৃষক দল।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে আওয়ামী লীগ স্বাধীনতার সংগ্রাম করেছিলো তারা এখন আর নেই, এখন আওয়ামী লীগ আজিজ আর বেনজিরের।

বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক-অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ভৌগোলিকভাবেও চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। তিনি অভিযোগ করেন, নতজানু সরকার ভারতের বিরুদ্ধে কোন কথা বলে না। নিজেদের পায়ে দাঁড়ানোর সক্ষমতা নেই বলেই সীমান্ত হত্যা, পানি সমস্যার সমাধান করতে পারছে না ক্ষমতাসীনরা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়