সোমবার ২৪ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ১০ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

প্রতিটি স্কুলে মেয়েদের জন্য বাধ্যতামূলক টয়লেট থাকতে হবে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৮, ২৪ নভেম্বর ২০২৫

প্রতিটি স্কুলে মেয়েদের জন্য বাধ্যতামূলক টয়লেট থাকতে হবে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

ছবি সংগৃহীত

মহিলা শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, দেশের প্রতিটি স্কুলে মেয়েদের জন্য আলাদা টয়লেট থাকা বাধ্যতামূলক করতে হবে। তাঁর মতে, যে স্কুল ধরনের ব্যবস্থা রাখবে না, তারা রেজিস্ট্রেশনের যোগ্য নয়।

সোমবার সচিবালয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের কর্মসূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, টয়লেটের অভাবে অনেক মেয়েশিশু নিয়মিতভাবে স্কুলে যেতে পারে না। এত বড় একটি সমস্যাকে অবহেলা করা সমাজের সংবেদনশীলতার ঘাটতি।

তিনি আরও বলেন, শুধু স্কুল নয়, অনেক অফিস সরকারি প্রতিষ্ঠানে নারীদের জন্য যথাযথ টয়লেট-ব্যবস্থা নেই। এতে নারীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়েন, কিন্তু অনেকে তা বলতে পারেন না। তাঁর মন্তব্য, হাজার কোটি টাকার অফিস ভবনে মেয়েদের জন্য সুব্যবস্থা না থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শারমীন এস মুরশিদ বলেন, এসব মৌলিক মানদণ্ড স্থাপনে নীতিগত পরিবর্তন জরুরি। তিনি আশা করেন, দায়িত্ব পালন শেষ করার আগে বিষয়ে দৃশ্যমান উদ্যোগ নেওয়া হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়