ছবি সংগৃহীত
একাদশে ফিরেই ইতিহাস গড়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে মাঠে নামা তাঁর জন্যই বিশেষ অর্জন। দিন শেষে আরেকটি ইতিহাসের একদম কাছে পৌঁছে গেছেন তিনি। সেঞ্চুরি পেতে এখন দরকার মাত্র এক রান।
মিরপুরে দিনের খেলা শেষে ৯৯ রানে অপরাজিত মুশফিক। আম্পায়াররা ৯০ ওভার শেষে খেলা থামিয়ে দেওয়ায় স্বপ্নের তিন অঙ্কে যেতে পারেননি। ফলে অপেক্ষা বাড়ল অন্তত আর এক রাত। আগামীকাল মাত্র এক রান তুলতে পারলেই শততম টেস্টে সেঞ্চুরি করা বিশ্বের একাদশ ব্যাটার হবেন তিনি।
১৯৬৮ সালে প্রথম এই কীর্তি করেন ইংল্যান্ডের মাইকেল কলিন কাউড্রে। পরে তাঁর পথ ধরে সেঞ্চুরি পেয়েছেন জাভেদ মিয়াঁদাদ, গর্ডন গ্রিনিজ, অ্যালেক স্টুয়ার্ট, ইমজামাম–উল–হক, রিকি পন্টিং, গ্রায়েম স্মিথ, হাশিম আমলা, জো রুট ও ডেভিড ওয়ার্নার। রুট ও ওয়ার্নার দুইজনই শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন। আর দুই ইনিংসে সেঞ্চুরি একমাত্র করেছেন পন্টিং। মুশফিককে আজ অভিনন্দন জানিয়েছেন ওয়ার্নারও।
দিন শেষে তাঁর সঙ্গী লিটন দাস অপরাজিত ৪৭ রানে। প্রথম দিন বাংলাদেশ তোলে ৪ উইকেটে ২৯২ রান। বড় সংগ্রহের ভিত্তিটা গড়ে দেয় ওপেনিং জুটি। সাদমান ইসলাম করেন ৩৫, মাহমুদুল হাসান জয় ৩৪। দুজনই ত্রিশের ঘরে আউট হন।
তিনে নেমে ফিফটি করে আউট হন মমিনুল হক। আউট হওয়ার আগে মুশফিকের সঙ্গে চতুর্থ উইকেটে ১০৭ রানের জুটি গড়েন তিনি। দিনের শেষ সেশনে মুশফিক–লিটনের অপরাজিত জুটি যোগ করেছে ৯০ রান।
আয়ারল্যান্ডের হয়ে দিনের সব চারটি উইকেটই নিয়েছেন অ্যান্ড্রু ম্যাকব্রাইন।































