বুধবার ১৯ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ৫ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

জুলাই গণ-অভ্যুত্থানে সেনাবাহিনী সঠিক সিদ্ধান্ত নিয়েছিল: প্রধান উপদেষ্টা

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৫, ১৯ নভেম্বর ২০২৫

জুলাই গণ-অভ্যুত্থানে সেনাবাহিনী সঠিক সিদ্ধান্ত নিয়েছিল: প্রধান উপদেষ্টা

ছবি সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা স্মরণ করে প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস বলেছেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। তাঁর ভাষায়, দেশের পরিস্থিতি সামাল দিতে সে সময় সেনাবাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে।

আজ বুধবার মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কোর্স২০২৫ গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, দেশের বহু প্রতীক্ষিত এই নির্বাচন যেন সত্যিকারের উৎসবের পরিবেশে অনুষ্ঠিত হতে পারে।

এবারের কোর্সে বাংলাদেশসহ চীন, ভারত, তুরস্ক, পাকিস্তানসহ বিশ্বের ২৪টি দেশের ৩১১ জন তরুণ সামরিক কর্মকর্তা অংশ নেন। কোর্স সম্পন্নকারী কর্মকর্তারা পেশাগত জীবনে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে যেকোনো সংকটময় সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।

অনুষ্ঠানে সরকারের উপদেষ্টারা, মন্ত্রিপরিষদসচিব এবং তিন বাহিনীর প্রধানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়