বৃহস্পতিবার ২০ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ৬ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর দিল ভারত

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৬:৪০, ২০ নভেম্বর ২০২৫

ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর দিল ভারত

ছবি সংগৃহীত

ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, বিরতির পর বাংলাদেশিদের জন্য ব্যবসায়িক ভিসা পুনরায় ইস্যু করা হচ্ছে। জরুরি ভিসা আবেদনগুলো দ্রুত প্রক্রিয়াকরণের চেষ্টা চলছে। এই তথ্য জানিয়েছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

বুধবার রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিতফার্মা কানেক্টনেটওয়ার্কিং জ্ঞান বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশের শীর্ষ ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর উদ্যোক্তা কর্মকর্তারা অংশ নেন।

প্রণয় ভার্মা বলেন, “কিছু ভিসা আবেদন সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল, তবে এখন সীমিত কর্মীর মাধ্যমে প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ভিসা ইস্যুর কাজ পুনরায় শুরু হয়েছে। বিজনেস ভিসা আবার ইস্যু করা হচ্ছে এবং জরুরি ভিসা দ্রুত প্রক্রিয়ার আওতায় আনা হবে।

তিনি আরও জানান, ব্যবসায়িক ভিসার প্রয়োজন হলে আবেদনকারীরা হাইকমিশনের অর্থনৈতিক বাণিজ্য সচিবের সঙ্গে যোগাযোগ করলে সুবিধা পাবেন।

বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মুক্তাদির বলেন, “ফার্মা কানেক্টের মতো উদ্যোগ দুই দেশের মধ্যে প্রযুক্তি হস্তান্তর, গবেষণাউন্নয়ন সহযোগিতা এবং সাপ্লাই চেইন সংযুক্তিকরণ বাড়াতে গুরুত্বপূর্ণ।

অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. জাকির হোসেন জানান, ভিসা জটিলতার কারণে এবার সিপিএইচআইপিএমইসিতে বাংলাদেশ থেকে খুব কমসংখ্যক প্রতিনিধি যেতে পারছেন। সাধারণত কয়েকশ পেশাজীবী অংশ নিলেও এবার মাত্র ৮৩ জন আবেদন করেছেন। তিনি ব্যবসায়িক ভিসার প্রক্রিয়া আরও সহজ করার জন্য আবেদনকারীদের বিশেষ বিবেচনার আহ্বান জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়