রোববার ১০ আগস্ট ২০২৫, শ্রাবণ ২৬ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

‘জুলাই ঘোষণাপত্র’ ঘোষণা আজ

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১১:৫৯, ৫ আগস্ট ২০২৫

‘জুলাই ঘোষণাপত্র’ ঘোষণা আজ

ছবি সংগৃহীত

আজ মঙ্গলবার ঘোষণা হচ্ছে ছাত্র-জনতার অভ্যুত্থানের ঐতিহাসিক দলিলজুলাই ঘোষণাপত্র একইসঙ্গে পালিত হচ্ছে গণঅভ্যুত্থান দিবসগত বছর এই দিনে জনতার দখলে ছিল গণভবন।

আজ বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষণাপত্র পাঠ করবেন। পাশে থাকবেন অভ্যুত্থানে শরিক রাজনৈতিক দল পক্ষগুলোর প্রতিনিধিরা। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।

উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এবং আশপাশে সাজসাজ রব বিরাজ করছে। ঢাকার বাইরে থেকে আগতদের যাতায়াতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আটটি ট্রেন ভাড়া করেছে।

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, সরকার বিএনপি, জামায়াতে ইসলামি, এনসিপিসহ সব অংশীদার শক্তিকে আমন্ত্রণ জানিয়েছে। অংশগ্রহণ করবে কিনা, সে সিদ্ধান্ত সংশ্লিষ্ট দলগুলোর।

তবে গণঅধিকার পরিষদ আগেই জানিয়েছে, খসড়া নিয়ে আলোচনা না করায় তারা অনুষ্ঠানে অংশ নেবে না।

এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল অনুষ্ঠানে অংশ নেবে। প্রতিনিধি দলে আছেনমির্জা আব্বাস, . আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান সালাহউদ্দিন আহমেদ।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়