রোববার ৩১ আগস্ট ২০২৫, ভাদ্র ১৬ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ ৫ আগস্ট

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১৮:০৩, ২ আগস্ট ২০২৫

জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ ৫ আগস্ট

ছবি সংগৃহীত

জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। আগামী আগস্ট বিকেল ৫টায় গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে এটি জাতির সামনে উপস্থাপন করা হবেশনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম শুক্রবার রাতে ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানান, "জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ই আগস্টের মধ্যেই তা ঘোষিত হবে। গণআকাঙ্খায় বাঁচিয়ে রেখে বাস্তবায়নের পথ সুগম করতে সবাইকে ধন্যবাদ।"

২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর থেকেই ঘোষণাপত্রটি দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত বিষয়। বিশেষ করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন তাতে সম্পৃক্ত দলগুলোর জন্য এটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত।

অভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে অন্তর্বর্তী সরকার সম্প্রতি চূড়ান্ত খসড়া পাঠিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দলের কাছে।

বিষয়ে ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কয়েক দফা বৈঠক মতবিনিময় করেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়