
ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্র থেকে চার্টার্ড ফ্লাইটে ফেরত পাঠানো হয়েছে আরও ৩৯ বাংলাদেশিকে। শনিবার সকালে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
পুলিশের বিশেষ শাখা (এসবি) জানায়, শুরুতে ফেরত পাঠানোর তালিকায় ৬০ জনের নাম থাকলেও শেষ পর্যন্ত ৩৯ জন এসেছেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির অধীনে এ প্রক্রিয়া চলেছে। এর আগেও ১১৮ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে।
ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা জানান, ফেরত পাঠানোর ক্ষেত্রে মানবিক আচরণ নিশ্চিত করা হয়েছে। কাউকে হাতকড়া পরানো হয়নি।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি, ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট অবৈধ অভিবাসীদের বিষয়ে কাজ করে।
ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি শপথ নেওয়ার পর ২৯ জানুয়ারি নির্বাহী আদেশে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর নির্দেশ দেন। ভারত ও ব্রাজিলসহ বিভিন্ন দেশের নাগরিকদের হাতকড়া পরিয়ে ফেরত পাঠানোয় তখন মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ দেখা দেয়।