মঙ্গলবার ১২ নভেম্বর ২০২৪, কার্তিক ২৮ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

চট্টগ্রাম বন্দরে ২৩ নাবিক, উচ্ছ্বসিত স্বজনরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৬, ১৪ মে ২০২৪

চট্টগ্রাম বন্দরে ২৩ নাবিক, উচ্ছ্বসিত স্বজনরা

ছবি: ইন্টারনেট

এমভি আব্দুল্লাহর ২৩ নাবিক চট্টগ্রাম বন্দরে পৌছেছেএমভি জাহান মনি-নামের একটি জাহাজ। দুপুর কুতুবদিয়া থেকে দুপুর সাড়ে ৩টায় বন্দরে পৌছে। সেখানে তাদের বরণ করে নেয় উচ্ছ্বসিত পরিবার স্বজনরা।

এনসিটিতে নাবিকদের বরণ করে নেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ স্বজনরা। এরপর আনুষ্ঠানিকতা শেষে নাবিকরা স্বজনদের সঙ্গে বিভিন্ন জেলায় যে যার বাড়ির উদ্দেশে রওনা দেবেন।

এর আগে গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে কেএসআরএম গ্রুপের মালিকানাধীন এই জাহাজ ছিনতাই করেছিল সোমালিয়ার দস্যুরা। ১৩ এপ্রিল দিবাগত রাতে জাহাজটি মুক্ত হয়। তারপর জাহাজটি প্রথমে আমিরাতের আল-হামরিয়া বন্দরে পৌঁছায়। সেখানে পণ্য খালাস শেষে আরেকটি বন্দর থেকে চুনাপাথর বোঝাই করে চট্টগ্রামের পথে রওনা হয়েছিল জাহাজটি। এরপর ১৩ দিনের মাথায় জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছায়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়