শনিবার ২৭ জুলাই ২০২৪, শ্রাবণ ১২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

কুতুবদিয়া নোঙর করলো এমভি আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪৪, ১৪ মে ২০২৪

কুতুবদিয়া নোঙর করলো এমভি আবদুল্লাহ

ছবি: ইন্টারনেট

সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে নোঙর করেছে। সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি দশা থেকে মুক্তির ঠিক এক মাস পর এমভি আবদুল্লাহ কক্সবাজারের কুতুবদিয়া পৌঁছেছে। শনিবার (১১ মে) বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে জাহাজটি।

শিপিং কর্তৃপক্ষ জানিয়েছে, এমভি আবদুল্লাহ সোমবার (১৩ মে) বিকালে কক্সবাজারের কুতুবদিয়া প্রবেশ করে। জাহাজের নাবিকরা সুস্থ আছেন।

আজ মঙ্গলবার জাহাজে বর্তমানে যে ২৩ জন ক্রু আছেন তাদের একটি লাইটার জাহাজে করে কেএসআরএম লাইটার জেটি সদরঘাটে আনা হবে। সেখানে তাদের বরণ করবেন স্বজনরা। সেখান থেকে তারা নিজ নিজ বাড়িতে যাবেন।

এমভি আব্দুল্লাহ সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা ৫৬ হাজার টন চুনাপাথর নিয়ে এসেছে। কার্গোর কিছু অংশ কুতুবদিয়ায় খালাস করা হবে এবং বাকি পণ্য খালাসের জন্য জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসবে বলে জানা গেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়