শনিবার ২৭ জুলাই ২০২৪, শ্রাবণ ১২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ঈদে ছুটি বাড়ানোর প্রস্তাব নাকচ

জাতীয় ডেস্ক

প্রকাশিত: ১৩:১৭, ২ এপ্রিল ২০২৪

ঈদে ছুটি বাড়ানোর প্রস্তাব নাকচ

ছবি: ইন্টারনেট

আসন্ন ঈদুল ফিতরের ছুটি বাড়ানোর প্রস্তাব নাকচ হলেও ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগ থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

সোমবার ( এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন।

মাহবুব হোসেন বলেন, এবারের রমজান ৩০ দিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর ফলে ১১ এপ্রিল ঈদ হতে পারে। আর সে হিসেবেই ১০, ১১ ১২ এপ্রিল সরকারি ছুটি। আগামী তারিখ নির্বাহী আদেশে ছুটি থাকছে না। তবে, কেউ চাইলে এইদুইদিন ঐচ্ছিক ছুটি নিতে পারেন।

এর আগে, এদিন সকালে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি একদিন ( এপ্রিল) বাড়ানোর সুপারিশ করলে তা নাকচ করে দেয় মন্ত্রিসভা।

বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক বলেন, আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ অনুমোদন দেয়নি মন্ত্রিসভা। মন্ত্রিসভা বলেছে, এমনিতেই এবার অনেক দিন ছুটি পাওয়া যাচ্ছে। এর মধ্যে এপ্রিলও যুক্ত করা হলে ছুটি দীর্ঘ হয়ে যাবে। এতে কাজে স্থবিরতা নামতে পারে। তবে যারা দূরে ঈদ করতে যাবেন তারা চাইলে ছুটি নিতে পারেন। তাদের সেই অধিকার আছে।

উল্লেখ্য, এবারের ঈদে টানা দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। ১০, ১১ ১২ এপ্রিল ছুুটির পাশাপাশি ১৩ এপ্রিল (শনিবার) সাপ্তাহিক ছুটি। পরের দিন আবার বাংলা নববর্ষের (১৪ এপ্রিল) ছুটি। এভাবে টানা দিন ছুটি থাকবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়