শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

পুলিশের গুলিতে মানুষের মৃত্যুর ঘটনার নিশ্চয়ই তদন্ত হবে: বেনজীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৭, ২৯ সেপ্টেম্বর ২০২২

পুলিশের গুলিতে মানুষের মৃত্যুর ঘটনার নিশ্চয়ই তদন্ত হবে: বেনজীর

ছবি সংগৃহীত

বিদায়ী পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) . বেনজীর আহমেদ বলেছেন, পুলিশের গুলিতে মানুষের মৃত্যু অনাকাঙ্ক্ষিত। নিশ্চয়ই সব ঘটনার তদন্ত হবে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইনসে বিদায়ী সংবাদ সম্মেলনে পুলিশের আইজিপি বেনজীর আহমেদ এসব কথা বলেন।

তিনি বলেন, পুলিশ আত্মরক্ষায় গুলি চালায়। পুলিশ আগের চেয়ে অনেক বেশি গণমুখী বলেও মন্তব্য করেন তিনি।

বেনজীর আহমেদ আরও বলেন, সরকারি দায়িত্ব পালনের চেষ্টা করেছি। ভালো কাজের ক্রেডিট সরকারের এবং মানুষের। যা কিছু ভালো হয়েছে। কোনো ব্যর্থতা থাকলে আমার। একান্তই সে ক্ষেত্রে হয়তো আমি রাষ্ট্রের দায়িত্ব ঠিকমতো করতে পারিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়