ছবি সংগৃহীত
জাতিসংঘের গুম বিষয়ক শুনানিতে প্রতিবেদন
গুম হওয়া ব্যক্তিদের খুঁজে বের করতে প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ। খুঁজে বের করতে সহায়তা নেয়া হবে পরিবারের।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে জাতিসংঘের জেনেভায় গুম বিষয়ক শুনানিতে বাংলাদেশের পক্ষ থেকে এ অঙ্গিকার তুলে ধরা হয়।
বাংলাদেশের পক্ষ থেকে শুনানিতে আরও বলা হয়, দেশের একটি পক্ষ গুম নিয়ে মিথ্যে অভিযোগ করছে। প্রতিবেদনে আরও বলা হয়, কে বা কারা আইনশৃংঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে এমন গুমের মতো কাণ্ড ঘটাচ্ছে তাও খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া জাতিসংঘের এ শুনানি চলবে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। যেখানে বাংলাদেশের ৭৬ গুমের অভিযোগসহ ২১টি দেশে ৬৯৬টি অভিযোগ আছে।































