শনিবার ২৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ১৩ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ডিজিটাল করা হচ্ছে ডাকঘর: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৭, ৬ আগস্ট ২০২২

ডিজিটাল করা হচ্ছে ডাকঘর: মোস্তাফা জব্বার

ছবি সংগৃহীত

প্রযুক্তির পরিবর্তন হয়েছে, ডাকঘরও ডিজিটাল হচ্ছে। ডাকঘর কখনো মরবে না বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।

শনিবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে মাদারীপুরের রাজৈর উপজেলার নির্মাণাধীন ডাকঘর অফিস পরিদর্শনে এসে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, বাংলাদেশ একটা সোনা ফলা দেশ। আশা করি আমাদের মায়েরা এ সোনার বাংলা গড়ে তোলার ক্ষেত্রে অসাধারণ ভূমিকা রাখবেন।

এ সময় মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুজ্জামান, রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন, জেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক জিহাদুর রহমান সবুজ, পৌর আওয়ামী লীগের সম্পাদক সুমন তালুকদার, জেলা ছাত্রলীগের কার্যকরী সদস্য সাংবাদিক সুজন হোসেন রিফাত, বদরপাশা ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হাওলাদার, সাংবাদিক জাহাঙ্গীর আলমসহ আরো উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়