শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তুললেই জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৪, ২৬ জুন ২০২২

পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তুললেই জরিমানা

ছবি সংগৃহীত

সেতুর ওপর গাড়ি থামিয়ে ছবি তুললেই জরিমানা করা হবে বলে জানিয়েছেন শরিয়তপুরের জাজিরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা।

আজ রবিবার (২৬ জুন) দুপুরে পদ্মা সেতুর জাজিরা টোলপ্লাজায় তিনি সাংবাদিকদের এই তথ্য জানান। 

তিনি বলেন, প্রথম দিন হিসেবে আজ (রবিবার) এ বিষয়ে কিছুটা ছাড় দেওয়া হচ্ছে। এছাড়াও হেলমেট ছাড়া কিংবা মোটরসাইকেলে তিনজন যাত্রা করা নিষিদ্ধ। আজকের পর থেকে এসব বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।  

গতকাল শনিবার (২৫ জুন) দুপুর ১১টা ৫৮ মিনিটে পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি মাওয়া প্রান্ত থেকে শরীয়তপুর জাজিরা প্রান্ত পর্যন্ত আসেন।  আনুষ্ঠানিকভাবে আজ রবিবার (২৬ জুন) থেকে পদ্মা সেতুতে যানবহন চলাচল শুরু হয়।


 

আলোআভা/ শেখ ফরিদ

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়