শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫, মাঘ ২৫ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

স্লিপার বাস চলাচলে বৈধতা চ্যালেঞ্জ করে রিট

আদালত ডেস্ক

প্রকাশিত: ১৬:১৪, ২৩ জানুয়ারি ২০২৫

স্লিপার বাস চলাচলে বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ছবি: ইন্টারনেট

সারাদেশে স্লিপার বাস চলাচলে বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জনুয়ারি) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন আইনজীবী হুজ্জতুল ইসলাম।

আগামী রবিবার (২৬ জানুয়ারি) বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এই রিটের শুনানি হতে পারে বলে জানা গেছে।

নিবন্ধন নিয়ে রাস্তায় স্লিপারদোতলা বাস, বিআরটিএ বলছেঅবৈধ’অনুমতি ছাড়াই চলছে স্লিপার বাস। চেসিস বিক্রির আগে ম্যানেজ হয় নম্বরপ্লেট!’ এবংঅনুমোদন ছাড়া চলছে তিন শতাধিক স্লিপার বাসশীর্ষক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন রিটে উপস্থাপন করা হয়েছে।

রিটে বলা হয়েছে, সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে স্লিপার এসি বাস মালিক সমিতির সদস্যদের অননুমোদিত বাস চলাচল বন্ধে নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে। পাশাপাশি অননুমোদিত স্লিপার বাসগুলোর রেজিস্ট্রেশন বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে।

রিট আবেদনকারী আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান জানান, বিআরটিএর তথ্য মতে, স্লিপার বাসগুলোর অনুমোদন না থাকলেও সেগুলো সড়কে চলাচল করছে, যা সড়ক নিরাপত্তার জন্য হুমকি। রিটের মাধ্যমে বিষয়টি আদালতের দৃষ্টিগোচর করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশনা চাওয়া হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়