বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

জঙ্গি ছিনিয়ে নেয়ার ঘটনায় মেজর জিয়া ছিল মাস্টারমাইন্ড: সিটিটিসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০০, ২১ নভেম্বর ২০২২

জঙ্গি ছিনিয়ে নেয়ার ঘটনায় মেজর জিয়া ছিল মাস্টারমাইন্ড: সিটিটিসি

ছবি সংগৃহীত

ঢাকার নিম্ন আদালত থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেয়ার সঙ্গে জড়িতরা সবাই প্রশিক্ষণপ্রাপ্ত বলে জানিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) তারা জানিয়েছে, ঘটনায় মেজর জিয়া ছিল মাস্টারমাইন্ড।

রোববার (২০ নভেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে থেকে জেএমবির দুই সদস্যকে ছিনিয়ে নেয় জঙ্গিরা। মোটরসাইকেলে করে এসে তাদের ছিনিয়ে নেয়া হয়। ছিনিয়ে নেয়া ওই দুই জঙ্গি হলেন মইনুল হাসান শামীম আবু সিদ্দিক সোহেল।

সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে আসামিদের হাজির করে হাজতখানায় নেয়ার সময় চার আসামির মধ্যে দুজনকে ছিনিয়ে নেয়া হয়।

এদিন পুলিশের চোখে স্প্রে মেরে তাদের দুজনকে ছিনিয়ে নেয়া হয়। ঘটনায় আসামিদের ধরতে সহযোগিতা করলে পুলিশ ১০ লাখ টাকা করে পুরস্কার দেবে বলেও ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়