বুধবার ২৪ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

আইসিটি মামলায় বিএনপি নেত্রী সুলতানা কারাগারে

আলো আভা ডেস্ক

প্রকাশিত: ১৮:০৭, ৯ নভেম্বর ২০২২

আইসিটি মামলায় বিএনপি নেত্রী সুলতানা কারাগারে

ছবি সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইনে (আইসিটি) করা মামলায় জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সুলতানা আহম্মেদকে কারাগারে পাঠিয়েছে ঢাকার একটি আদালত।

বুধবার ( নভেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন আদেশ দেন।

সুলতানার বিরুদ্ধে গত নভেম্বর পল্টন মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২১, ২৫, ২৯, ৩১ ৩৫ ধারায় মামলা হয়।

তার বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেহেয় প্রতিপন্নকরতেবিদ্বেষ উস্কানিমূলক বক্তব্যদিয়েছেন এবংবিচার বিভাগকে হেয়করে বক্তব্য দিয়েছেন। গত নভেম্বর বিএনপির কর্মসূচিতে তিনি এমন বক্তব্য দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে মামলার এজাহারে।

দুই দিনের রিমান্ড শেষে সুলতানাকে আদালতে হাজির করেন পল্টন থানার উপপরিদর্শক মামলার তদন্ত কর্মকর্তা (আইও) মুহাম্মদ আশরাফুল আলম।

প্রতিবেদনে আইও বলেন, সুলতানা ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে আটক রাখা দরকার।

তবে সুলতানার পক্ষে তার সামাজিক অবস্থান বিবেচনা করে কারা হেফাজতে প্রথম শ্রেণীর ডিভিশন চেয়ে আবেদন জমা দেয়া হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়