মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, বৈশাখ ১০ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

জাপানি নাগরিক হত্যা: ৪ আসামীর মৃত্যুদণ্ড বহাল, খালাস ১

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৮, ২১ সেপ্টেম্বর ২০২২

জাপানি নাগরিক হত্যা: ৪ আসামীর মৃত্যুদণ্ড বহাল, খালাস ১

জাপানি নাগরিক হোশি কুনিও

সাত বছর আগে রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যার ঘটনায় করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্যের মধ্যে জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। বাকী একজনকে খালাস দিয়েছেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- জেএমবি পীরগাছার আঞ্চলিক কমান্ডার উপজেলার পশুয়া টাঙ্গাইলপাড়ার মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রী, বগুড়ার গাবতলী এলাকার লিটন মিয়া ওরফে রফিক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কুড়িগ্রামের রাজারহাটের মকর রাজমাল্লী এলাকার আহসান উল্লাহ আনসারী ওরফে বিপ্লব এবং গাইবান্ধার সাঘাটার হলদিয়ার চর এলাকার সাখাওয়াত হোসেন। আর খালাস পেয়েছেন ইছাহাক আলী।

বুধবার (২১ সেপ্টেম্বর) বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান বিচারপতি এসএম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত বেঞ্চে রায় ঘোষণা করা হয়।

এর আগে গত সেপ্টেম্বর রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি খুনের দায়ে নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের পাঁচ জঙ্গির মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স আসামিদের আপিল শুনানি শুরু হয়।

প্রসঙ্গত, ২০১৫ সালের অক্টোবর সকালে জাপানি নাগরিক কুনিও হোশিকে কাউনিয়া উপজেলার আলুটারি এলাকায় গুলি করে হত্যা করেন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি জঙ্গিরা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়